শিক্ষার আলো ডেস্ক
ইবতেদায়ি ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ২৮ ডিসেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি অনুযায়ী, কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর (রবিবার)। আরবি (১ম ও ২য় পত্র) পরীক্ষা হবে ২৯ ডিসেম্বর (সোমবার)। বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) এবং গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ৩১ ডিসেম্বর (বুধবার)।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
প্রতিটি বিষয়ে পূর্ণমান নির্ধারণ করা হয়েছে ১০০ এবং পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান হবে (৫০+৫০)=১০০, পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। একই দিনে ভিন্ন কোডে দুটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উত্তরপত্রও আলাদা হবে।
গণিত ও বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে (৬০+৪০)=১০০, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। এই দুটি বিষয়েও একই দিনে পৃথক কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্র আলাদা থাকবে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদ্রাসার পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থেকে আসন গ্রহণ করতে হবে। প্রবেশপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সীল ও স্বাক্ষরসহ পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করতে হবে।
উত্তরপত্রের ওএমআর (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।















Discussion about this post