শিক্ষার আলো ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৫ নভেম্বর) সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও নানাবিধ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। একই দিনে ভোট গণনা করে ঘোষণা করা হবে ফলাফল।
ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬ নভেম্বর, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ থেকে ১১ নভেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশ ১২ নভেম্বর, মনোনয়নপত্র বিতরণ ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, দাখিল ১৭ ও ১৮ নভেম্বর, বাছাই ১৯ ও ২০ নভেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।
আরও পড়ুন:জবি ভর্তি পরীক্ষার জন্য ১০ সদস্যের কমিটি গঠন
আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ডোপ টেস্ট হবে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে।
নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ করা হবে ২২ ডিসেম্বর। ভোট গণনাও চলবে একই দিন। ফলাফল ঘোষণা হবে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে।















Discussion about this post