শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন অনুষদের অধীনে ১১টি বিভাগে চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিসেম্বতে এ তথ্য জানানো হয়।
আগ্রহী ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে আগামী ১১ নভেম্বর সকাল ১০ টা হতে ১২ ডির রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীকে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি কিংবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ২০ এর মধ্যে সর্বমোট কমপক্ষে ১৭.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে। যা গত বছর ছিল ১৮.৫০ গ্রেড পয়েন্ট। এছাড়াও উল্লেখিত প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যুনতম ৩.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে।
বিস্তারিত দেখুন এখানে–
আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য ১২ হাজার ৮০০ জন প্রার্থীদের তালিকা ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার দুইশত টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার জন্য যোগ্যপ্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৪ হাজার ৫০০ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না, তাদের অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।
ভর্তি পরীক্ষার তথ্য, প্রবেশপত্র ডাউনলোড এবং ফলাফলসহ বিস্তারিত জানতে ক্লিক করুন।
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতে-
















Discussion about this post