শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এবারের ভর্তি প্রক্রিয়ায় এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম নৌবাহিনী মেডিকেল কলেজও যুক্ত হয়েছে।
আরও পড়ুন-মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত
আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি এক হাজার টাকা।
এবারের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও বেসরকারি পাঁচটি আর্মি মেডিকেল ও নেভি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা ১৫ মিনিটের এ পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
















Discussion about this post