শিক্ষার আলো ডেস্ক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন বছরের জানুয়ারী মাসে।গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি
কুমিল্লা ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। যেসব শিক্ষার্থীরা HSC 2025 পাস করেছেন তারা এই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিচের টেবিলে Admission Test Date এবং সময়সূচি দেওয়া হলো:
| ইউনিট | পরীক্ষার তারিখ | পরীক্ষার সময় |
|---|---|---|
| এ ইউনিট (মানবিক) | ৩০ জানুয়ারি ২০২৬ | বিকাল ৩:০০ – ৪:০০ |
| বি ইউনিট (বাণিজ্য) | ৩১ জানুয়ারি ২০২৬ | বিকাল ৪:০০ – ৫:০০ |
| সি ইউনিট (বিজ্ঞান) | ৩১ জানুয়ারি ২০২৬ | সকাল ১০:০০ – ১১:০০ |
প্রথম দিন অর্থাৎ ৩০ জানুয়ারি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ৩১ জানুয়ারি একই দিনে দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে – সকালে সি ইউনিট (বিজ্ঞান) এবং বিকেলে বি ইউনিট (বাণিজ্য)।
আরও পড়ুনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত, জেনে নিন বিস্তারিত
আবেদন প্রক্রিয়া এবং যোগ্যতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫-২৬ এর জন্য যেসব শিক্ষার্থীরা SSC 2022/2023 এবং HSC 2024/2025 পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা আবেদন করতে পারবেন। ভর্তি যোগ্যতার জন্য দুই পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। আবেদন ফি হিসেবে প্রার্থীদের ১,০০০ টাকা জমা দিতে হবে যা অফেরতযোগ্য।
পরীক্ষা পদ্ধতি
কুবি ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে যার মধ্যে ৬০ নম্বর MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) এবং ৪০ নম্বর লিখিত অংশ থাকবে। প্রতিটি ইউনিটের জন্য ১ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে স্থাপত্য ডিসিপ্লিনের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা নেওয়া হতে পারে।















Discussion about this post