শিক্ষার আলো ডেস্ক
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গত ০৫ নভেম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ঘোষিত কলা ও আইন অনুষদের অধীনের ‘বি’ ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একইদিনে সরস্বতী পূজা হওয়ায় সময়সূচিতে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আরও পড়ুন:চবি ভর্তি পরীক্ষায় থাকবে না ‘পোষ্য কোটা’
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ভর্তি কমিটির গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৩ জানুয়ারির পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টা ৩০মিনিট থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সব বিষয় অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
















Discussion about this post