শিক্ষার আলো ডেস্ক
আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ১৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বৃত্তি দেওয়া হবে। প্রতি মাসে ৫ হাজার টাকা বৃত্তি পাবেন তারা। এই বৃত্তির মেয়াদ হবে এক বছর।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ
এতে বলা হয়, এই বৃত্তির জন্য আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের অফিসে ২০৭(খ) বৃত্তি শাখা থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (du.ac.bd) থেকেও ফরম ডাউনলোড করা যাবে।
বৃত্তির জন্য আবেদন ফরম ডাউনলোড করা যাবে এখান থেকে
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংযুক্ত প্রো-ফরমা অনুযায়ী আবেদন ফরমে বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলসহ আগামী ৩০ নভেম্বর মধ্যে রেজিস্ট্রারের অফিসে ২০৭ (খ) নং কক্ষে জমা দিতে হবে। নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না।
আবেদনপত্রের সঙ্গে যা যা জমা দিতে হবে- ২০২৪-২৫ সালের আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা বৃত্তির আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে তার মধ্যে রয়েছে-
১.জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্রের ফটোকপি;
২.প্রত্যয়নপত্র;
৩.অভিভাবকের আয়ের সনদের ফটোকপি;
৪.আবেদনপত্রে বিভাগীয় প্রধানের স্বাক্ষর;
৫.এইচএসসি মার্কশিটের ফটোকপি;
৬.ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্লিপের ফটোকপি;
৭.প্রতিবন্ধী সনদপত্র (যদি থাকে)।
















Discussion about this post