শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর সব পরীক্ষা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস।
রবিবার (২৩ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
জরুরি এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে উপাচার্যের সভাপতিত্বে গতকাল শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন-সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার হল বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এই সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাশ ও পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদভুক্ত চলমান এমবিবিএস পরীক্ষাসমূহ আগামী ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।















Discussion about this post