ক্যারিয়ার ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাতটি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং লেকচারার নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী ১০ ডিসেম্বর।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইট এবং রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখা থেকে জেনে নিতে বলা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্তে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহবান করা যাচ্ছে:
১. স্থাপত্য বিভাগ
অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮: ৫৬৫০০-৭৪৪০০ টাকা।
(ক) অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা।
(খ) সহকারী অধ্যাপক-এর ২টি স্থায়ী পদ। বেতন স্কেল ৮ : ৩৫৫০০-৬৭০১০ টাকা।
৩. পুরকৌশল বিভাগ
(ক) সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।
আরও পড়ুন-বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু
(খ) সহকারী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।
৪. রসায়ন বিভাগ
(ক) সহযোগী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা।
(খ) সহকারী অধ্যাপক-এর ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭,০১০ টাকা।
(গ) লেকচারার-এর ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
৫. গণিত বিভাগ
(ক) সহকারী অধ্যাপক-এর ২টি পদ। ১টি স্থায়ী এবং সহযোগী অধ্যাপক পদের বিপরীতে ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা। (খ) লেকচারার-এর ২টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
৬. আই.আই.সি.টি
লেকচারার-এর ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
৭. মানবিক বিভাগ
লেকচারার (ইংরেজি)-এর ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
সব পদের বিস্তারিত তথ্যের জন্য বুয়েট ওয়েবসাইট (regoffice.buet.ac.bd)- Vacancy-এর Job circular page-এ Search করতে হবে। রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখায়ও সরাসরি যোগাযোগ করা যেতে পারে।
















Discussion about this post