শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আরও তিন ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে অনলাইন ভর্তি কমিটি। ইতিমধ্যে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বার্তায় বলা হয়েছে, বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) প্রকাশ করা হয়েছে। এর আগে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হয়েছে আইবিএ’র পরীক্ষা।
আরও পড়ুনঃকুয়েট ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ , জেনে নিন বিস্তারিত
সর্বশেষ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। সব ইউনিটের ফলাফল ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে, অর্থাৎ ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চারুকলা ইউনিটের পরীক্ষা ২০ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে বলে জানানো হয়েছে অনুষদ থেকে। একইভাবে আইবিএ ইউনিটের ফলাফল আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।















Discussion about this post