শিক্ষার আলো ডেস্ক
আগামী ১২ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সারাদেশের সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভর্তি সংক্রান্ত কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন–অফলাইন কোনও ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না।
সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এসব তথ্য জানান।
অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন-অফলাইন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো সময়জুড়ে স্থানীয় প্রশাসনকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।














Discussion about this post