শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণের ঘোষণা দিয়েছেন হল সংসদের নেতারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) রাত আড়াইটার দিকে হলের গেটে ‘শহীদ ওসমান হাদী হল’ লেখা একটি ব্যানার টানিয়ে এ ঘোষণা দেওয়া হয়।
হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ জানান, হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণস্বাক্ষর গ্রহণ করা হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী নাম পরিবর্তনের দাবির পক্ষে মত দিয়েছেন।
এ বিষয়ে তিনি আরও বলেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো- আগামী সিন্ডিকেট সভায় যেন বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয় এবং হলটির নাম পরিবর্তন করে শহীদ শরীফ ওসমান হাদীর নামে করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক উত্তজনা সৃষ্টি হয়। হলের নাম পরিবর্তনের এই ঘটনাকে সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
















Discussion about this post