শিক্ষার আলো ডেস্ক
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরো পাঁচ দিন বাড়ানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে শাবিপ্রবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো।
প্রসঙ্গত, ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২০ ডিসেম্বর, তা এখন ২৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ ৫ দিন বাড়ানো হয়েছে।
















Discussion about this post