শিক্ষার আলো ডেস্ক
গতকাল রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (স্নাতক) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কথা থাকলেও তা দুইদিন পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ/ডাউনলোড ২৩ ডিসেম্বর, ২০২৫ সকাল ১০ টা থেকে করা যাবে।
আগের সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের প্রবেশপত্র গতকাল ২১ ডিসেম্বর, ‘ডি’ ইউনিটের প্রবেশপত্র ২২ ডিসেম্বর, ‘ডি১’ উপ-ইউনিটের প্রবেশপত্র ২৪ ডিসেম্বর, ‘বি১’ উপ-ইউনিটের প্রবেশপত্র ২৬ ডিসেম্বর, ‘বি২’ উপ-ইউনিটের প্রবেশপত্র ২৭ ডিসেম্বর, ‘সি’ ইউনিটের প্রবেশপত্র ২৮ ডিসেম্বর, ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ২৯ ডিসেম্বর থেকে ডাউনলোড করতে পারবেন বলে জানানো হয়। তবে, নতুন সূচিতে কোন ইউনিটের প্রবেশপত্র কবে ডাউনলোড করা যাবে তা এখনো নির্দিষ্ট করে বলা হয়নি। প্রবেশপত্র ডাউনলোড শুরু থেকে ভর্তি পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত ভর্তিচ্ছুরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
















Discussion about this post