শিক্ষার আলো ডেস্ক
আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সারা দেশে মোট তিন লাখ ৪৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এদিকে, একইদিনে আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন সই করা এক প্রজ্ঞাপনে সময়সূচি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনের তথ্য মতে, আগামী বছরের ১৫ ডিসেম্বর শুরু হয়ে এ পরীক্ষা শেষ হবে ২০ ডিসেম্বর। আর ফলাফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।
এবারের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আজ শুরু হয়ে চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা হবে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
এর মধ্যে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বর করে তিন ঘণ্টা পরীক্ষা হবে। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০=১০০ নম্বরের পরীক্ষা হবে (সময় ১.৩০ মিনিট+১.৩০ মিনিট)।














Discussion about this post