ক্রীড়া ডেস্ক
গত মঙ্গলবার (২৫ আগস্ট) বার্সেলোনা ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। এরপর থেকে শোনা যাচ্ছে নানান গুঞ্জন। সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে, বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন মেসি।
এছাড়াও শোনা যাচ্ছে এমন আরও অনেক খবর। যার কোনোটাই আসলে শতভাগ সত্য নয়। তবে বুধবারই (২ সেপ্টেম্বর) হয়ে যেতে পারে মেসি-বার্সেলোনা ইস্যুর চূড়ান্ত সিদ্ধান্ত। জানা যেতে পারে, আগামী মৌসুমে কোথায় থাকবেন মেসি।
এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (বুধবার) স্পেনের বার্সেলোনায় পৌঁছেছেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি। যিনি আজই বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেম্যুর সঙ্গে জরুরি বৈঠকে বসবেন এবং মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়নের চেষ্টা করবেন।
তবে বার্সেলোনার পক্ষ থেকে ভাবা হচ্ছে উল্টোটা। বর্তমানে মেসির সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২০-২১ মৌসুম পর্যন্ত। তারা প্রস্তাব দেবে, মেসি যেনো ২০২২ সালের কাতার বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১২ ঘণ্টার মধ্যে।
বার্সেলোনার এল প্রাট বিমানবন্দরে অবতরণের পর স্বাভাবিকভাবেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় জর্জ মেসিকে। কিন্তু তিনি শুধু বলেছেন, ‘আমি কিছুই জানি না বন্ধুরা।’ যার ফলে পাওয়া যায়নি কোনো আভাস এবং অপেক্ষা করতে হবে জর্জ মেসির সঙ্গে বার্তেম্যুর বৈঠক শেষ হওয়া পর্যন্ত সময়ের।
Discussion about this post