লকডাউন পেরিয়ে নিউ নরমাল সময়ে এসে হানিফ সংকেত ও তার টিম নির্মাণ করেছেন ‘ইত্যাদি’র নতুন পর্ব। যা ধারণ করা হয়েছে রাজশাহীর সারদায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমিতে।
রাজশাহী থেকে ফিরে নির্মাতা হানিফ সংকেত জানান, গত দুই যুগে বাংলাদেশ থেকে বিলুপ্তির পথে শকুন। এর সংরক্ষণে কাজ করা একদল স্বেচ্ছাসেবকের ওপর এবারের আয়োজনে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। মানুষের পারাপারের দুর্ভোগ লাঘবের জন্য বগুড়ার জাহিদুল ইসলামের স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের ওপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। আশ্রয়হীন শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয় দিতে গিয়ে নিজেরাই আশ্রয়হীন হয়ে পড়া মহৎ দম্পতি ডা. শামসুদ্দিন ও মেহেরুন্নেসা’র প্রতিষ্ঠিত রাজশাহী বাঘা উপজেলায় অবস্থিত একটি শিশু সদনের ওপর রয়েছে অনুকরণীয় প্রতিবেদন। ইত্যাদি’র অন্যতম জনপ্রিয় পর্ব বিশ্বের বিস্ময়কর বিষয় ও স্থানের ওপর প্রতিবেদন। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্বতময়, দ্বীপময় প্রত্নতাত্ত্বিক দেশ গ্রিসের রাজধানী এথেন্স এবং গ্রিসের ইভজোন্স নামক সেনাদলের একটি সচিত্র প্রতিবেদন।
রাজশাহী ও বাংলাদেশ পুলিশ একাডেমিকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমিরই প্রশিক্ষণরত দেড় শতাধিক সদস্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন কমল, রিয়াদ ও তানজিনা রুমা, নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল। কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।
এবারের পর্বের উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, আজিজুল হাকিম, আব্দুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, শবনম পারভীন, কামাল বায়েজীদ, আমিন আজাদ, মো. বারী, জিল্লুর রহমান, নজরুল ইসলাম, নিপু, জামিল হোসেন, তারেক স্বপন, জাহিদ সিকদার, নাফা, মতিউর রহমান, আনোয়ার শাহী, শামীম, রাশেদ মামুন অপু, বাহার, ইমিলা, মনজুর আলম, জাহিদ চৌধুরীসহ অনেকে। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা ও মামুন।
গণমানুষের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।

প্রধান উপদেষ্টা
জে. চৌধুরী
সম্পাদক ও প্রকাশক
এস.এম.পারভেজ
অনুপ্রেরক
অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়্যীদ
অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইব্রাহীম
অধ্যাপক ডক্টর অনুপম সেন
অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল
অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন
ড. মীর আবু সালেহ শামসুদ্দিন শিশির
| কার্যালয়: |
৪০৬/এ, তেঁজগাও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ |
| ✉: |
shiksharalo52bd@gmail.com |
| ✉: |
shiksharalo.net@gmail.com |
All copy right reserved with INTEL Media and Communication ©2024
Discussion about this post