নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী শনিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে ক্যাম্পাসে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় তিনি দেশের দ্বিতীয় বৃহৎ যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়াম উদ্বোধন করবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপর ১২টার দিকে শিক্ষামন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। পরে ক্যাম্পাসের গিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শেখ রাসেল জিমনেশিয়াম উদ্বোধন এবং পরিদর্শন করবেন তিনি।
এদিকে, ওইদিন সন্ধ্যায় ঢাকার উদ্দ্যেশে ত্যাগের আগে যবিপ্রবির গবেষণাগারসহ অন্যান্য স্থাপনা পরিদর্শনেরও কথা রয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।














Discussion about this post