ক্যারিয়ার ডেস্ক
জনতা ব্যাংক লিমিটেডে ‘সিনিয়র অফিসার (প্রকৌশল-টেক্সটাইল)’ নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক কলোনি, মতিঝিল, ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যাংকার্স সিলেকশন কমিটি বলেছে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।
এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়েই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার হলে প্রবেশের আগে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধভাবে কেন্দ্রে ঢুকতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, প্রবেশপত্রের একাধিক কপি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ না করতে নির্দেশনা দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
করোনাভাইরাসের কারণে মাস্ক না পরলে কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
Discussion about this post