ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেইলর পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। এছাড়া পিঠের ইনজুরির কারণে ছিটকে গেছেন দ্রুতগতির পেসার লকি ফার্গুসন। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন আরেক পেসার জ্যাকব ডাফি।
এ টি-টোয়েন্টি সিরিজটিতে দলে ফিরছেন কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্ট। দুজনই সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। উইলিয়ামসন ও বোল্টের মতোই টিম সাউদি, কাইল জেমিসন ও ড্যারেল মিচেল থাকছেন শুধু শেষের দুই টি-টোয়েন্টিতে।
আর এবার উইলিয়ামসন ফেরায় কনওয়ে ও ফিলিপসকে দলে রাখতেই বাদ দেয়া হয়েছে টেলরকে। এছাড়া প্রথমবারের মতো সুযোগ পাওয়া ডাফি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে ঘরোয়া ক্রিকেট ও নিউজিল্যান্ড এ দলের হয়ে। ফোর্ড ট্রফিতে ৯ ইনিংসে ২১ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ক্যারিবীয়দের বিপক্ষে এ দলের হয়ে চারদিনের ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট।
টেলরকে বাদ দেয়ার ব্যাখ্যায় নির্বাচক গ্যাভিন লারসেনের ভাষ্য, ‘গ্লেন ও কনওয়ে শক্তিশালী পাকিস্তান দলের বিপক্ষে ভাল করেছে। তাদের অন্তর্ভুক্তি এবং উইলিয়ামসন ফিরে আসার কারণে রস টেলরকে বাদ দিতে হয়েছে। এটা কতটা কঠিন সিদ্ধান্ত ছিল, কল্পনাও করতে পারবেন না। কেননা টেলর সবসময়ই আমাদের একজন ধারাবাহিক পারফরমার। কিন্ত এবার তাকে আমরা রাখতে পারিনি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষের তিনদিন পর থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। অকল্যান্ডে ১৮, হ্যামিল্টনে ২০ এবং নেপিয়ারে ২২ ডিসেম্বর হবে ম্যাচ তিনটি।
মিচেল স্যান্টনার (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, মার্টিন গাপটিল, স্কট কুগলেইন, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।
শেষ দুই ম্যাচের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, স্কট কুগলেইন, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি এবং টিম সাউদি।
Discussion about this post