শিক্ষার আলো ডেস্ক
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মিশনে দুই নারী চিকিৎসক মেডিকেল অফিসার হিসেবে মনোনয়ন পেয়েছেন ।
রোববার (১৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৩ শাখার উপসচিব জাকিয়া খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মিশনে মেডিকেল অফিসার (নারী) হিসেবে প্রেরণের নিমিত্ত নিম্নোক্ত কর্মকর্তাদের নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।’
মনোনয়ন পাওয়া দুই নারী হলেন, রাজধানীর কমিউনিটি বেইজড হেলথ্ কেয়ারের (সিবিএইচসি) ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. ফারহানা তাহের মুন মুন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সৈয়দা রহিমা আক্তার রুমি।















Discussion about this post