নিজস্ব প্রতিবেদক
বন্ধ থাকা তিন জোড়া শাটল ট্রেন নিয়মিত চালু করার দাবিতে রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
এসময় বিভিন্ন স্লোগান-সম্বলিত প্ল্যাকার্ড হাতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে লেখা প্লেকার্ড হাতে নিয়মিত শাটল ট্রেন চালু করার দাবি জানাতে দেখা যায়। ‘আর কত ভোগান্তি’, ‘শাটল ট্রেন চালু করো’, ‘নিয়মিত শাটল চাই’, স্লোগানে প্লেকার্ড হাতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ আছে। সশরীরে ক্লাস চালু হলেও এখনো সবগুলো শাটল চালু হয়নি। ফলে ক্যাম্পাসে যাতায়াতে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।পরে অবশ্য প্রক্টরের আশ্বাসে অবরোধও তুলে নেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলছি। উনারা বারবার আশ্বস্ত করার পরও শাটল চালু করছেন না।ট্রেন ঠিকঠাক হওয়ার আগ পর্যন্ত আমরা শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করছি। ’
গত ২৬ জানুয়ারি থেকে মাইলেজ ইস্যুতে কর্মবিরতিতে যান লোকো মাস্টাররা। এতে সারাদেশের রেল যোগাযোগ স্থবির হয়ে পড়ে। লোকো মাস্টার সংকটে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে দুদিনের মাথায় লোকো মাস্টাররা আন্দোলন স্থগিত করলে ফের স্বাভাবিক হয়ে যায় সারাদেশের রেল যোগাযোগ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু হয়নি গত একমাসেও। এর আগে অনিবার্য কারণ দেখিয়ে গত নভেম্বর মাস থেকে বন্ধ রাখা হয় দুই জোড়া ডেমু ট্রেন।ফলে ভোগান্তির শিকার হচ্ছেন চবির হাজারও শিক্ষার্থী।
Discussion about this post