নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে অনলাইনে শুরু হয়েছে একাদশ শ্রেণির ক্লাস। একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণির বাংলা প্রথম পত্র ‘সাহিত্যপাঠ’ পাঠ্যপুস্তকের নতুন সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সে সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠানকে বাংলার নতুন সিলেবাস পাঠানো হয়েছে। সাহিত্যপাঠে ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য প্রণীত নতুন সিলেবাসে ১২টি গদ্য ও ১২টি পদ্য রয়েছে।
পদ্যের মধ্যে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ‘বিভীষণের প্রতি মেঘনাদ’, কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’, জসীমউদ্দীনের ‘প্রতিদান’, জীবনানন্দ দাশের ‘সুচেতনা’, সুফিয়া কামালের ‘তাহারেই পড়ে মনে’, ফররুখ আহমদের ‘পদ্মা’, সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’, শামসুর রাহমানের ‘ফেব্রুয়ারি ১৯৬৯’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তীর কথা বলছি’, সৈয়দ শামসুল হকে ‘নূরলদীনের কথা মনে পড়ে যায়’ ও আবু হেনা মোস্তফা কামালের ‘ছবি’।














Discussion about this post