শিক্ষার আলো ডেস্ক
যে জাতি যত বেশি সুশিক্ষিত প্রযুক্তিগত উন্নয়ন এবং সৃজনশীলতা বিকাশে অঙ্গীকারাবদ্ধ সে জাতি তত বেশি উন্নত। বিজ্ঞানের এই যুগে নিরক্ষরতা অভিশাপ ছাড়া আর কিছু নয়। তাই আজ শিক্ষাব্যবস্থার আমূল পরির্বতন এসেছে। ২০০২ সালে এলাকার প্রতিনিধিত্বকারী একমাত্র প্রতিষ্ঠান অক্সিজেন স্কুল এন্ড কলেজ (ওএসসি) এর অগ্রযাত্রা শুরু হয়। যার সফলতার ছক তার নামের মধ্যেই রয়েছে। প্রতি বছর এস.এস.সি/জে.এস.সি/পি.এস.সি পরীক্ষায় গোল্ডেন এ+ সহ শতভাগ পাশ ফলাফলে এলাকায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। দক্ষ/অভিজ্ঞ/উচ্চশিক্ষিত ম্যানেজমেন্ট–এর তত্ত্বাবধানে পরিচালিত মানসম্পন্ন শিক্ষা প্রদানে সফল হওয়ায় বর্তমান ক্যাম্পাস–১, ক্যাম্পাস–২ হোস্টেল সহ লেখাপড়া করার একমাত্র আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রুপে অভিভাবকবৃন্দের আস্থা অর্জন করেছে অক্সিজেন স্কুল এন্ড কলেজ। শিক্ষা কার্যক্রমে স্কুলের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান–অধ্যাপক কামাল উদ্দিন আহমদ,বি এ (অনার্স) এম এ (ইংরেজী),বিভাগীয় প্রধান (ইংরেজী বিভাগ)
বিজয় স্মরনী বিশ্ববিদ্যালয় কলেজ ।
শিক্ষার মান ও পদ্ধতি
স্কুলের পরিচালক ও অধ্যক্ষ শিক্ষা অন্ত:প্রাণ মোহাম্মদ নজরুল ইসলাম, (বিএসসি, বিএড, এমএসসি, এলএলবি )শিক্ষার মান ও পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে বলেন, দক্ষ ও আন্তরিক একদল শিক্ষক শিক্ষিকার সমাবেশ ঘটানো হয়েছে এই প্রতিষ্ঠানে। নিয়মিত ওরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষকবৃন্দের দক্ষতা বৃদ্ধি করা হয়।
বছরের শুরুতেই একটি সুষ্ঠু পরিকল্পনায় শিক্ষাক্রম পরিচালনার নিমিত্তে পুরো বছর একটি নির্দিষ্ট এডুকেশন প্ল্যান তৈরী করে নেওয়া হয়। প্রতি তিন মাসের গঠিত সকল বিষয়ের সকল পাঠ্যসমূহ একটি নির্দিষ্ট ছকে পূর্বে পরিকল্পিত রূপে লিখিত আকারে প্রিন্সিপ্যালের কাছে পেশ করা সকল শিক্ষকের জন্য বাধ্যতামূলক।
বি.এড কার্যক্রম অনুসারে এই নির্দিষ্ট লেসন প্ল্যান অনুসারে শিক্ষার্থীদের পাঠ দেয়া হয়। শিশুদের মনন ও মেধা বিকাশের সর্বোচ্চ চেষ্টা করেন এখনকার শিক্ষকগণ। শিশুদের বিভিন্ন পাঠ উপযোগী যেমন: কম্পিউটার,রাইমস ও বর্ণমালার সি.ডি, প্লাস্টিক মেটার, পুতুল, খেলনা ও ছবির মাধ্যমে পাঠকে আকর্ষণীয় এবং সহজবোধ্য করে তুলে শিক্ষার্থীদের কাছে। শিশুদের বেত প্রয়োগে শাস্তি নিষিদ্ধ। উচ্চ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রয়োজনীয় উপকরণ। অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষকগণের আন্তরিকতায় অপেক্ষাকৃত দূর্বল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ নজরদারী এবং স্পেশাল কোচিং ক্লাস।
কম্পিউটার শিক্ষা :
বর্তমানে পুরো পৃথিবীই একটা আইসিটি ভিলেজ। বিশ্বায়নের এই যুগে কম্পিউটার বিহীন শিক্ষার কথা কল্পনাই করা যায় না। এই কথা মাথায় রেখে ও.এস.সি সকল শ্রেণীতে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছে। কম্পিউটার শিক্ষক জানান, কে.জি ক্লাস এবং শিশুদের বিভিন্ন ছড়ার সিডি গেমস, পেইন্টিং, ড্রয়িং ইত্যাদি সফটওয়্যার এর মাধ্যমে কম্পিউটার প্রযুক্তির সাথে সংযুক্ত করা হয়। উচ্চতর শ্রেণীতে (MS WORD, MS EXCEL,MS ACCESS,POWER POINT, GRAPHICS PROGRAME) সমূহ শিখানো হয়। শিক্ষার্থীদের সপ্তাহে ২ দিন কম্পিউটার ক্লাস এর ব্যবস্থা রাখা হয়েছে কেজি থেকে নবম শ্রেণী পর্যন্ত ।
মূল্যায়ন পদ্ধতি
পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সিনিয়র শিক্ষিকা পারভীন আক্তার বলেন, বাৎসরিক ৩টি টার্মিনাল পরীক্ষা, প্রতিটি টার্র্মিনাল পরীক্ষার পূর্বে ৩টি ক্লাস টেস্ট এর ভিত্তিতে সাজানো হয়েছে অক্রিজেন স্কুল এন্ড কলেজ পরীক্ষা পদ্ধতি । চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রেঃ
(ক) নিয়মানুবর্তিতা (খ) পরিষ্কার পরিচ্ছন্নতা (গ) আচার–আচরণ (ঘ) খেলাধুলা/ শরীর চর্চা
(ঙ) সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদি বিষয়ের উপর একটি মূল্যায়ন নম্বর যোগ করা হয়।
সহ–শিক্ষা কার্যক্রম :
একাডেমিক ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালনকারী স্কুলের অন্যতম পরিচালক মুসলিম উদ্দীন কাদেরী(এম,এ) বলেন “মান সম্পন্ন শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা ও শৃঙ্খলা শিক্ষার জন্য নিয়মিত পিটি প্যারেড, স্কাউটিং ও খেলাধুলা আয়োজন করে থাকি আমরা । নিয়মিত লেখাপড়া, পাশাপাশি সুস্থ মানসিকতার জন্য চাই সুস্থ সাংস্কৃতিক চর্চা । তাই সহশিক্ষা কার্যক্রম হিসাবে আমরা অংকন, গান, কবিতা, গল্প বলা ইত্যাদি বিবিধ সাংস্কৃতিক চর্চায় উৎসাহী করে তোলার জন্য ছাত্র–ছাত্রীদের কালচারাল টিচারের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছি।
এছাড়া প্রত্যেক শ্রেণীতে চারুকলা (অংকন) সংগীত ও SPOKEN ENGLISH, ধর্মীয় শিক্ষা ও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। অভিজ্ঞ আর্ট শিক্ষক দ্বারা সপ্তাহে দুদিন আর্ট ক্লাস পরিচালনা করা হয়। অভিজ্ঞ সাংস্কৃতিক শিক্ষক দ্বারা সংগীত, নৃত্য, তবলা ইত্যাদি প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা রয়েছে। শুধূ সাংস্কৃতিক কর্মকান্ড নয় ভর্তিকৃত ছাত্রছাত্রীদের অভিজ্ঞ মৌলভী দ্বারা কুরআন হাদিস শিক্ষা ও আমল আখলাকের প্রশিক্ষণ দেয়া হয়।
পুঁথিগত জ্ঞানের বাহিরে বিশাল জ্ঞান সমুদ্রের নুড়ি কুড়াতে বই পাঠের কোন বিকল্প নেই। তাই ও.এস.সি তে রয়েছে সাহিত্য শিল্প, উপন্যাস বিজ্ঞান ভিত্তিক বই সম্পন্ন লাইব্রেরী। এছাড়া প্রতিবছর বার্ষিক শিক্ষা সফর, বনভোজন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় মহাড়ম্বে। দেশাত্ববোধ ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের মাঝে সঞ্জীবিত করার লক্ষ্যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহিদ দিবস সহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবস সমূহ অত্যন্ত গুরুত্বের সাথে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় এই বিদ্যালয়ে”।
আবাসিক সুবিধা :
বিদেশে অবস্থানরত (প্রবাসী) এবং গ্রামাঞ্চলের সচেতন অভিভাবক ও শহরের কর্মব্যস্ত অভিভাবক সহ যাদের সন্তানদের উন্নত শিক্ষার পরিবেশে রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান তাদের জন্য অক্সিজেন স্কুল এন্ড কলেজে রয়েছে নিরাপদ ও মনোরম পরিবেশসমৃদ্ধ আবাসিক সুবিধা। হোস্টেলে শিক্ষাথীরা প্রতিটি মূর্হুত নিয়মিত রুটিন অনুসারে অতিবাহিত করে। মুসলিম শিক্ষার্থীদের কোরআন শিক্ষা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য স্ব স্ব ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে।
করোনাকালীন শিক্ষা ব্যবস্থাপনা
করোনাকালে শিক্ষা বিপর্যয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন সচল রাখতে অক্সিজেন স্কুল এন্ড কলেজ অনলাইন ক্লাসের আয়োজন করেছে।সরকার পরিচালিত সংসদ টিভির পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ ফেসবুক এবং জুম এ্যাপের মাধ্যমে নিয়মিত বিষয়ভিত্তিক পাঠদান করেছেন।ক্লাস শেষে রেকর্ডকৃত ভিডিও ক্লাস ডাউনলোড করে তা আবার দেখার সুযোগ শিক্ষার্থীদের পাঠ আত্মস্থ করতে ভীষণ সহায়ক হয়েছে।ছাত্রছাত্রীরা মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষাসহ নানা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।সরকার কর্তৃক নির্ধারিত এ্যাসাইনমেন্টও সম্পন্ন করেছে মাধ্যমিকের শিক্ষার্থীরা। সম্মানিত অভিভাবকবৃন্দ কর্তৃক প্রশংসিত হয়েছে আমাদের এই শিক্ষাসেবা।
বিস্তারিত জানতে- বঙ্গবন্ধু এভিনিউ, কুয়াইশ সংযোগ সড়ক, অক্সিজেন আবাসিক এলাকা বায়েজিদ, চট্টগ্রাম।
ফোন ; ০১৮১৪-৯৪১৮৩৭, ০১৮১৭-২২১৬১৬, ০১৮১৩-৬৯৭৭০৭
Discussion about this post