শিক্ষার আলো ডেস্ক
“সবার জন্য শিক্ষা” একটি সুন্দর স্বপ্ন। একটি শিক্ষিত সভ্য জাতি গঠনে সুশিক্ষার কোন বিকল্প নেই। এ জন্য চাই সুপরিকল্পিত আধুনিক পাঠ্যক্রম, তত্ত্বাবধান, শিক্ষাদান পদ্ধতির যথাযথ মূল্যায়ন এবং সুদক্ষ পরিচালনা। শিক্ষার সকল পর্যায়ে মান সম্মত শিক্ষা প্রদান বর্তমান সময়ে অনিবার্য দাবী।
বর্তমান শিক্ষাব্যবস্থায় গতাণুগতিক সনাতন পদ্ধতি পরিহার করে আধুনিক টিউটোরিয়াল সিস্টেম ও শিক্ষকগণের আন্তরিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সুশৃংখল, মনোবিজ্ঞানের আধুনিকতম পদ্ধতি প্রয়োগ ও বিশ্বস্ত অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে হলি চাইল্ড স্কুল | আলোকিত প্রত্যয়ী ও সুশিক্ষিত জাতি গঠনের অঙ্গিকার নিয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের মডেল হিসেবে হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ’ ইতোমধ্যেই অক্সিজেন আবাসিক এলাকা তথা চট্টগ্রামের অভিভাবক মহলের আস্থা অর্জনে সমর্থ হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শিক্ষামন্ত্রণালয় ও চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন লাভ করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠান ।
স্কুল প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ এম.কে বড়ুয়া, বিএসসি অনার্স, এমএসসি (রসায়ন) ঢাবি, এমএড, ডিপ্লোমা ইন– সি (নট্রামস) বলেন, ২০২৩ সালের নুতন শিক্ষাক্রম রুপরেখা বাস্তবায়ন এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলির মাধ্যমে প্রতিভার বহুমূখী বিকাশ দক্ষ এবং আদর্শ মানব সম্পদ সৃষ্টির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ‘ হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ ’। ঐতিহ্যবাহী হলি চাইল্ড স্কুলে ২০২২ সনের SSC-পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে । গোল্ডেনসহ A+ ১১ জন, A ৩১ জন, A- ১৭ জন, B ১৬ জন ও C গ্রেডে ০৯ জন কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে পরীক্ষার্থীরা । অধ্যক্ষ আরও জানান স্কুলের বিশেষ বৈশিষ্ট্যসমুহ সম্পর্কে–
শিক্ষক শিক্ষিকা
যথার্থ মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে মেধাবী ও দক্ষ শিক্ষক অপরিহার্য।উচ্চশিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত ও সুদক্ষ বিষয়ভিত্তিক শিক্ষকমন্ডলী পাঠদানের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। শিক্ষানীতির মূল শর্ত অনুসরণ কর এই বিদ্যালয়ে প্রতি ক্লাসে ৩০ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন একজন শিক্ষক। বছরের শুরুতেই প্রস্তুত করা হয়
একাডেমিক ক্যালেন্ডার।শিক্ষা কৌশল নির্ধারণে এখানে শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে বিশেষজ্ঞ আছেন। তাঁরা নিয়মিত প্লে থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়ন ও উৎকর্ষের জন্য প্রথাগত পদ্ধতির উপর ছেড়ে না দিয়ে ক্রমাগত উৎকৃষ্ট পদ্ধতির উপর জোর দিয়ে থাকেন। স্ব স্ব বিষয়ে মাস্টার্স এবং বি.এড, এম. এড ডিগ্রীধারী অভিজ্ঞ শিক্ষক মন্ডলী পাঠ্যসূচির ভিত্তিতে প্রস্তুত পাঠ টিকা অনুসারে পাঠদানের কাজ সম্পন্ন করেন।
এখানে উল্লেখ্য যে, ২০২৩সাল থেকে পরিবর্তিত নুতন কারিকুলামের উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন আমাদের শিক্ষকবৃন্দ।
আধুনিক কারিকুলাম
শিক্ষাকে অর্থবহ করার জন্য প্রয়োজন সময়োপযোগী কারিকুলাম যা শিক্ষার্থীকে প্রতিযোগীতামূলক বিশ্বে টিকে থাকার প্রেরণা যোগান। এই কথাটিকে বিবেচনায় এনে ইংরেজীতে অধিকতর গুরুত্ব প্রদানপূর্বক হলিচাইল্ড স্কুল এন্ড কলেজ প্রণয়ন করেছে জাতীয়ং শিক্ষানীতির সমন্বয়ে আধুনিক মানসম্মত কারিকুলাম।
পরীক্ষা পদ্ধতি
নির্দিষ্ট সময়সূটি অনুযায়ী প্রত্যেক শ্রেণিতে তিনটি টার্মিনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি টার্মিনাল পরীক্ষার পূর্বে নিয়মিত পাক্ষিক ওমাসিক পরীক্ষা নেয়া হয়। সকল পরীক্ষার সমন্বয়ে গ্রেডিং পদ্ধতিতে মেধানুক্রমের বার্ষিক রেজাল্ট অভিভাকেদের কাছে পাঠানো হয়।
সৃজনশীল পদ্ধতি
আপনারা জেনে আনন্দিত হবেন যে, বর্তমানে সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে যথার্থ মানসম্মত এবং শিক্ষর্থীদের মেধা ও মানকে সৃষ্টিশীল ও স্বতঃস্ফুর্ত করার লক্ষ্যে নব বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করেছে যা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আন্তরিকভাবে পাঠদান করে থাকেন। মাধ্যমিক শাখায় রয়েছে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা।
পরামর্শ সেল
এই প্রতিষ্ঠানকে একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান তথা মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে অভিভাবক মহলের পক্ষ থেকে সুচিন্তিত মতামত পরামর্শ ও অভিযোগ সম্পর্কে অবগত হয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানের রয়েছে একটি অভিযোগ ডেস্ক। তাছাড়া বিভিন্ন সময়ে মতামত জরিপ এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে মতবিনিময়ের ব্যবস্থা করা হয়।
মনিটরিং সেল
আমাদের রয়েছে একটি মনিটরিং সেল যার প্রধান কাজ ছাত্র–ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ ও সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করা। সেই সেলের কাজের অংশ হিসেবে সদস্যরা ছাত্র–ছাত্রীদরে বাসায় প্রয়োজন মত পরিদর্শনে যান।
বিজ্ঞানাগার ও বিজ্ঞান ক্লাব
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিজ্ঞান শিক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের যাতে প্রচুর আগ্রহ জন্মায় ও বুঝতে সহজ হয় ,ব্যবহারিক ও প্রয়োগিক দিক স্পষ্ট হয়ে ওঠে,সেজন্য এই্ স্কুলে রয়েছে উন্নত বিজ্ঞানাগার। বিজ্ঞান ক্লাবে নানা সৃজনশীল কর্মকান্ড এবং কর্মশালা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসাবে গড়ে তুলতে সফল উদ্যোগ নেয়া হয়।
কম্পিউটার ল্যাব
কেজি থেকে দশম শ্রেণী পর্যন্ত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। প্রত্যেক শ্রেণীর জন্য রয়েছে নির্ধারিত শিক্ষক্রম ও পাঠ্যসূচি। অভিজ্ঞ কম্পিউটার শিক্ষক দ্বারা নার্সারী কেজি শ্রেণীর শিক্ষার্থীদের আইটি এর আধুনিক সকল কোর্সের উপর প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা হয়।
SPOKEN ENGLISH
ক্যাম্পাসে পরিবেশ ইংরেজী করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এবং ইংরেজী ভাষায় কথোপকথনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রেণীর মান অনুযায়ী SPOKEN ENGLISH আমাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে।
সহপাঠক্রমিক কার্যক্রম
আমাদের শিক্ষাক্রমে বিনোদনমূলক অনুষ্ঠানের অংশ হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা যেমন ঃ বিতর্ক, আবৃত্তি, সংগীত, নৃত্য প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এছাড়া রয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ক্লাস পার্টি, বার্ষিক ম্যাগাজিন, প্রতিভা অন্বেষণ ও বার্ষিক শিক্ষা সফরের ব্যবস্থা। গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষা ভ্রমণ কারিকুলামভুক্ত। তাই হলি চাইল্ড স্কুল অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য রয়েছে বাধ্যতামূলক শিক্ষা ভ্রমণের ব্যবস্থা।
আবাসিক সুবিধা
দূরের ও চাকরীজীবি অভিভাবকদের বিকল্প অভিভাবক হিসেবে রয়েছে সমন্বিত আবাসিক ব্যবস্থা। এখানে প্রত্যেক শিক্ষার্থী সুসজ্জিত কার্যতালিকা/ রুটিন অনুসরণ করে প্রতিটি ক্ষণ অতিবাহিত করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন শিক্ষমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেকে একজন ব্যক্তিত্ববান, দায়িত্বশীল ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়াসী হয়।
বিস্তারিত জানতে , Holy Child School & College ফেসবুক পেজে লগইন করে এবং
বঙ্গবন্ধু এভিনিউ সড়ক, অক্সিজেন, বায়েজিদ,চট্টগ্রাম। ফোন:০১৫৫৪–৩২৬৬৭৪ এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।
Discussion about this post