করোনার আতঙ্কে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে বন্ধ হতে শুরু করেছে বেশ কিছু আন্তজার্তিক সংবাদপত্র।
বন্ধ হয়ে যাওয়া কোন কোন পত্রিকার বয়স ১০০ বছর।
এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বিখ্যাত পত্রিকা দি সানরাইজ ডেইলি।আজ থেকে বন্ধ হচ্ছে পত্রিকাটির মুদ্রণ। আগামী নোটিশ দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে সকল মুদ্রণ।
অস্ট্রেলিয়ার গিপসল্যান্ড অঞ্চলের দুইটি পত্রিকা আগামী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বন্ধ হয়েছে সোয়ান হিলের গার্ডিয়ান নিউজপেপার এবং গ্যানাওয়ারা টাইমস।
আজকের পর আর ছাপা হবে না দ্যা গ্রেট সাউদার্ন স্টার এবং ইয়ারাম স্ট্যান্ডার্ড। পত্রিকা দুইটির প্রথম পৃষ্ঠায় পাঠকদের উদ্দেশ্যে বলা হয়েছে এ তথ্য। ১৪০ বছর ধরে ছাপা হয়ে আসছে ইয়ারাম স্ট্যান্ডার্ড। এ থেকেই ধারণা করা হচ্ছে মহামারী করোনার তাণ্ডবে আগামীতে বন্ধ করা হবে আরো বেশি কিছু সংবাদপত্র।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে গোটা বিশ্বে মারা গেছে ১৬ হাজারের বেশি মানুষ।
Discussion about this post