একদিকে করোনভাইরাসের ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। তার মধ্যেই বড়সড় ভূমিকম্পের কবলে পড়ল রাশিয়া। কম্পনের জেরে বুধবার সুনামি-সতর্কতাও জারি করা হয়েছে।
রাশিয়ার কুরিল দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮ ম্যাগ্নিচিউড। ভূমিকম্পে প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া না গেলেও আরও বড় বিপদ অপেক্ষা করছে বলে সতর্ক করছেন আবহবিদরা। মার্কিন বিশেষজ্ঞদের মতে এই ভূমিকম্পের জেরে বড়সড় সুনামি আসতে পারে।
আমেরিকার ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানাচ্ছে যে হাওয়াই দ্বীপপুঞ্জ, জাপান ও রাশিয়া এই সুনামির কবলে পড়তে পারে। এই সুনামি ধ্বংসাত্মক আকার নিতে পারে বলে সতর্ক করেছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। সমুদ্রের ঢেউ ০.৩ মিটার পর্যন্ত ওপরে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
Discussion about this post