করোনাভাইরাসের থাবা থেকে নবজাতককে বাঁচাতে দারুণ উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের এক হাসপাতাল। নবজাতকদের জন্য সেখানে ব্যবহার করা হচ্ছে ছোট্ট ফেস শিল্ড বা মুখ ঢাকার শিরস্ত্রাণ।
ওই বিশেষ ধরনের শিরস্ত্রাণ পরা নবজাতকের ছবি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। এমন অভিনব পদক্ষেপ নেওয়ার জন্য অনেকেই হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং স্বাস্থ্য কর্মীদের প্রশংসা করেছেন।
এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, খাইল্যান্ডের পাওলো হাসপাতালে নবজাতকদের করোনা থেকে রক্ষা করতে শিরস্ত্রাণ পরিয়ে রাখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, কম্বলে মুড়ি দেওয়া নবজাতকদের অভিনব শিরস্ত্রাণ পরিয়ে রাখা হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে ছবিগুলো পোস্ট করে লেখা হয়েছে, ‘ছোট্ট বন্ধুদের জন্য আমরা অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছি। এই শিরস্ত্রাণ নবজাতকদের জন্য। কী সুন্দর!’ সেই সঙ্গে নতুন বাবা-মায়েদের শুভেচ্ছা জানানো হয় ওই পোস্টে।

একটি ছবিতে দেখা গেছে, এক স্বাস্থ্যকর্মীর কোলে রয়েছে এক নবজাতক।
করোনাভাইরাসের প্রকোপ থামাতে ১৫ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে থাইল্যান্ডে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৩৩ জনের।
Discussion about this post