নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) করোনা ভাইরাস শনাক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষা-উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (২৫ এপ্রিল) থেকে করোনার পরীক্ষা করবে বিশ্ববিদ্যালয়টি ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিভাসুতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপাতিগুলো কিভাবে ব্যবহার করা যায় খতিয়ে দেখি। সেই নির্দেশনা মোতাবেক করোনা শনাক্তের জন্য সিভাসুসহ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে সিলেক্ট করি। চারটির মধ্যে অন্য তিনটি কার্যক্রম শুরু করে দিয়েছে। শনিবার থেকে সিভাসুও করোনা ভাইরাস শনাক্তে কাজ করবে।

সিভাসুর মতো চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবটিও পরীক্ষা শুরুর অপেক্ষায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর মেশিন আছে এমন ল্যাবগুলো পরিদর্শন শেষে করোনা পরীক্ষার জন্য প্রস্তুত করা হচ্ছে। এসব ল্যাবগুলো শুরু করা গেলে চট্টগ্রামে করোনা পরীক্ষা সংকট পুরোটাই কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ গুপ্ত। অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ উপাধ্যক্ষ ডা.নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার,স্বাচিপ সাংগঠনিক সম্পাদক ডা.আ ম ম মিনহাজুর রহমান, নগর যুবলীগ আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা পায়েল দত্ত প্রমুখ উপস্থি ছিলেন। এছাড়া করোনা ভাইরাস শনাক্তকরণ কার্যক্রম নিয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, আমাদের ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি শনিবার থেকে আমরা ল্যাব চালু করতে পারবো। তারা শুধু পরীক্ষার কাজ টুকু করবেন। তবে তারা নমুনা সংগ্রহ করবেন না। পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট এবং নমুনা বিআইটিআইডি থেকে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষা শুরু করা যাবে। ইতোমধ্যে পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে।
প্রসঙ্গত, গত ২৬ মাস থেকে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর একমাস পর নতুন আরেকটি ল্যাব চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
Discussion about this post