আন্তর্জাতিক ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ভারতে ১ হাজার ৯৯০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৮২৪ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯ জন।
রোববার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা ভাইরাসের প্রায় ৬৮ শতাংশ সংক্রমণ হয়েছে ২৭ টি জেলায়। এ ২৭ টি জেলার রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, মধ্য প্রদেশ এবং তেলেঙ্গানায়।
ভারতের মোট কোভিড-১৯ রোগীর ১৩ দশমিক ৮ শতাংশ মহারাষ্ট্রের বাসিন্দা। মহারাষ্ট্রের মোট আক্রান্তের ৪৭ দশমিক ৬ শতাংশ মুম্বইয়ের বাসিন্দা।
রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। এর প্রায় ৬২ শতাংশ আহমেদাবাদের বাসিন্দা।
ভারতের এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৮শ’ জন রোগী। সুস্থ হওয়ার হার ২১ দশমিক ০৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশটিতে কঠোর লকডাউন চলছে। এরইমধ্যে সীমিত পরিসরে কিছু দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শপিংমল বন্ধ থাকবে।
Discussion about this post