শিক্ষার আলো ডেস্ক
দ্বিতীয়বারের মতো এসিআই ‘এক্সিলেন্ট’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।গতকাল ১০ফেব্রুয়ারী যুক্তরাষ্ট্রের মিশিগানভিত্তিক পুরকৌশলীদের আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট(এসিআই) তাদের অফিশিয়াল মেইল থেকে ক্যানেট এস. ওয়ার্ল্ডের পাঠানো মেইলে তথ্যটি নিশ্চিত করেন। যেখানে চুয়েটকে ‘এক্সিলেন্ট ইউনিভার্সিটি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
চুয়েটের এই ধারাবাহিক সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এক্সিলেন্ট ইউনিভার্সিটির এই তালিকায় প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান সহ স্থান পেয়েছে বিশ্বের ৫৫টি বিশ্ববিদ্যালয়। এছাড়া বিশ্বের ৫৩টি বিশ্ববিদ্যালয়কে ‘আউটস্ট্যান্ডিং’ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়েছে সংগঠনটি । এই তালিকায় বাংলাদেশ থেকে চুয়েট ছাড়াও গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি),বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও স্থান পেয়েছে।
আমেরিকা, কানাডা ,ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে এসিআই। শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের বিষয় বিবেচনায় নিয়ে এক্সিলেন্ট ইউনিভার্সিটির তালিকাটি প্রস্তুত করা হয়।
Discussion about this post