শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শতাধিক শিক্ষককে নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ বায়োপিক দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গত শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারের স্টার সিনেপ্লেক্সে তারা বায়োপিকটি দেখেন।
এ সময় শিক্ষকদের মধ্যে আরো ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা), কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
মাকসুদ কামাল বলেন, এই প্রজন্মের যারা আছে তারা বঙ্গবন্ধুকে জানতে চায়। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু অর্থ আমাদের জাতিসত্তা। মুজিব একটি জাতির রূপকার, এই সিনেমার মধ্য দিয়ে বস্তুত অর্থে বঙ্গবন্ধু যে একটি জাতির আর্কিটেক্ট, সেটা কিভাবে একটি জাতির স্বপ্নকে বাস্তব রুপ দিয়েছেন, কিভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন তা এই সিনেমায় ফুটে উঠেছে।
তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক এসেছেন এবং তাদের পরিবারসহ এসেছে, সন্তানরা এসেছে। এই নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে নিয়ে আসার অর্থই হলো জাতির জনক বঙ্গবন্ধুকে জানা এবং তার মধ্য দিয়ে দেশপ্রেম সৃষ্টি করা। আর দেশপ্রেম যদি সৃষ্টি হয়, একটি জাতিসত্তা, একটি জাতি রাষ্ট্রের জন্ম যেভাবে হয়েছে জানতে পারে তাহলে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য যে সংগ্রাম করছেন, সেই সংগ্রামের সহযোগী শক্তি হিসেবে আমরা কাজ করতে পারব।
উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতাত্তোর যুদ্ধবিধস্ত বাংলাদেশকে পুর্নগঠনে বঙ্গবন্ধুর নিরলস প্রচেষ্টা, পরিশ্রম, উদ্যোগ ও প্রত্যয় এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।’
এই বায়োপিক নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন ঢাবি উপাচার্য।














Discussion about this post