শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২০২৫ অর্থবছরে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ থেকে ৫৫ লাখ ৭৫ হাজার টাকার গবেষণা অনুদান প্রদান করা হয়েছে।
গবেষণা বৃদ্ধির জন্য ৩৯ জন গবেষকের মাঝে এ অনুদান প্রদান করেছে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সিএমইউ)।
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিভুক্ত প্রতিষ্ঠানের ৩৮ জন চিকিৎসক শিক্ষক ও ১ জন নার্সিং কলেজের শিক্ষকের মাঝে ১ম কিস্তির চেক বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন-ঢাবি হিজাব পরিহিত ছাত্রীদের পরিচয় শনাক্ত করবেন নারীরা
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিসা খানম, চমেবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন, কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা এবং সহকারী রেজিস্ট্রার ও সদস্য সচিব ডা. মাহিদ বিন আমীন।
Discussion about this post