শিক্ষার আলো ডেস্ক
আগামী ৯০ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান এ নিয়োগ দেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন- কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম, আইন অনুষদে ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ব্যবসায় শিক্ষা অনুষদে ফিন্যান্স বিভাগের ড. মাহমুদ ওসমান ইমাম, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস অনুষদে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. উপমা কবির চারুকলা অনুষদে মৃৎশিল্প বিভাগের অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল।
Discussion about this post