শিক্ষার আলো ডেস্ক
শিক্ষার্থীদের চিন্তাধারা ও মতামতকে মূল্যায়ন করে ঐকমত্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম চালু করা হবে। এ ছাড়া দ্রুততম সময়ে শিক্ষা কার্যক্রম চালু করতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে, বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের ধারাবাহিক মতবিনিময় সভা শেষ হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শেষ দিনে স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সহ হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত, অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থা গতিশীল, মাদকমুক্ত ক্যাম্পাস ও ছিন্নমূল মানুষ অপসারণ, হলের আসন সংখ্যা বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণ, গণরুমপ্রথা বন্ধ, খাবারের মান বৃদ্ধি, উচ্চগতির ইন্টারনেট ও ফ্রি ওয়াইফাই সংযোগসহ হলের সামগ্রিক বিষয়ে প্রস্তাবনা ও মতামত তুলে ধরেন।
আরও পড়ুনঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ
ঢাবি উপাচার্য বলেন, ‘হল পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়ে শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গেও মতবিনিময় করা হবে।’
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘সকল শিক্ষক ও শিক্ষার্থী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালু করার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। এলক্ষ্যে একটি রোডম্যাপ প্রণয়নের জন্য বিভিন্ন পর্যায়ে আলোচনা ও মতবিনিময় অব্যাহত রয়েছে। শিক্ষক, শিক্ষার্থীসহ সকল অংশীজনের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করা হবে। এর জন্য ধৈর্য ধারণ করে প্রশাসনকে সহযোগিতা আহ্বান জানাই।’
এর আগে সোমবার ( ২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, কবি সুফিয়া কামাল হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
Discussion about this post