শিক্ষার আলো ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তাকে নিয়োগ দিয়ে আজ রবিবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদ শূন্য হওয়ার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় পরিচালনার সাময়িক দায়িত্ব পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন-পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
উল্লেখ্য, গত ১৯ আগস্ট প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া উপাচার্যের পদ থেকে পদত্যাগ করলে এ শূন্য পদের সৃষ্টি হয়।
Discussion about this post