শিক্ষার আলো ডেস্ক
এবার দুই ধাপে হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভর্তি পরীক্ষা। আজ শনিবার (৩০ নভেম্বর) রুয়েটের অ্যাকাডেমিক কমিটির সভায় বহুনির্বাচনী (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদেরকে লিখিত ও বহুনির্বাচনি (এমসিকিউ) উভয় পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। প্রথমে বহুনির্বাচনি পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই সম্পন্ন হবে।
আরও পড়ুন-বুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু
প্রিলিমিনারি পরিক্ষায় কতজন সুযোগ পাবে, এই প্রশ্নের উত্তরে রেজিস্ট্রার আরিফ আহমাদ চৌধুরী বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে। ভর্তি পরীক্ষা বিষয়ক এই কমিটি সকল সিদ্ধান্ত নিবে। তবে বিশ হাজারের কাছাকাছি প্রার্থীকে প্রিলিমিনারি পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে।
Discussion about this post