শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক প্রথম বর্ষ ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১২টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে বলে জানানো হয়েছে।
আজ (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল সোমবার (২১ এপ্রিল) তিনি জানিয়েছিলেন, আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলের পর এই ফলাফল প্রকাশিত হবে। তবে আজ সকালের দিকে প্রায় ৩ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটের কারণে যথাসময়ে ফল প্রকাশ করতে পারেনি কর্তৃপক্ষ।
আরও পড়ুন-৪৪তম বিসিএসের ২৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) জানান, ‘সি’ ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। আগামীকাল ২৩ এপ্রিল (বুধবার) থেকে ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
















Discussion about this post