শিক্ষার আলো ডেস্ক
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন জানায়, খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি ১২ মে প্রকাশিত হবে। ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি সম্পর্কে আপত্তি গ্রহণ শেষে ৩০ জুন চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ করা হবে। আগামী ১ জুলাই থেকে ৩ জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমাদান শেষে ৯ জুলাই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আরও পড়ুন-আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ প্রকাশ
প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন (জাকসু) বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রথম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ১৯৯৩ সালের ২৯ জুলাই ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করলেও আর নির্বাচন হয়নি।
Discussion about this post