শিক্ষার আলো ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৬ মে) সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তারা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পরে তারা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে কর্মকর্তাদের ভবনের বাইরে বের করে দেন এবং আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার মুখে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ট্রেজারার ড. মো. মামুন অর রশিদ ক্যাম্পাস ত্যাগ করেন।
আরো পড়ুন:জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা জারি
প্রসঙ্গত, শুরুতে চার দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত ২০ থেকে ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই মাঝে, ক্যান্সারে আক্রান্ত এক শিক্ষার্থী উপাচার্যের কাছে আর্থিক সহায়তার জন্য পাঁচ মাসে তিনবার আবেদন করেও কোনো সাড়া পাননি। পরবর্তীতে ওই শিক্ষার্থীর মৃত্যু হলে আন্দোলন আরও জোরালো হয়ে উঠে এবং শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের একদফা দাবি তোলেন।
Discussion about this post