শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। বিভাগটির নতুন নাম করা হয়েছে সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই)।
গত সোমবার (৫মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নাম পরিবর্তন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এ তথ্য জানায়।
আরো পড়ুন-ঢাবির ট্রান্সক্রিপ্ট-মার্কশিট-সার্টিফিকেট সেবার মান বৃদ্ধিতে জরুরি পদক্ষেপ
জনসংযোগ শাখা জানায়, বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের পরবর্তী সিরিজের জন্য নতুন এ নাম কার্যকর হবে।
Discussion about this post