শিক্ষার আলো ডেস্ক
পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে শাটডাউন কর্মসূচি শিথিলের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার বিকালে কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ গণমাধ্যমকে জানান, “ক্লাস-পরীক্ষা বন্ধ করে ঘোষিত পলিটেকনিক শাটডাউন কর্মসূচি সাময়িক শিথিল করা হয়েছে।“বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
বুধবার কারিগরি ছাত্র আন্দোলনের এক বার্তায় বলা হয়, বুধবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আইডিইবি, পলিটেকনিক শিক্ষক সংগঠন এবং ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, শিক্ষক এবং প্রতিনিধিরা।
আরও পড়ুনঃ ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের!
বৈঠকে উপস্থিত সবাই চলমান ‘শাটডাউন’ কর্মসূচির বিষয়ে সম্মিলিতভাবে মত প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান।
তবে ৬ দফা দাবি বাস্তবায়নে কার্যকর অগ্রগতি না হলে আন্দোলনের পরবর্তী ধাপ আরও শক্তিশালীভাবে ঘোষণা করা হবে বলেও জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন।
ছয় দফা দাবিতে গত ২৯ এপ্রিল থেকে দেশের বেশিরভাগ পলিটেকনিকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন শিক্ষার্থীরা।
Discussion about this post