শিক্ষার আলো ডেস্ক
শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাটডাউন ঘোষণা করেছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন। বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৩টায় বাংলা ট্রিবিউনকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ড. রইস উদ্দিন বলেন, আমাদের তিন দফা দাবির সঙ্গে আরও একটি দাবি যোগ করেছি। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার বিচার আমাদেরকে দিতে হবে। এসব দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা ক্যাম্পাসে ফিরে যাবো না। সে অর্থে ক্যাম্পাস শাটডাউন থাকবে।
অধ্যাপক রইছ উদদীন বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সব শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী একমত। তাই আজ সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে আমরা যমুনার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ আবাসিক হল নির্মাণসহ তিন দফা দাবি পূরণ না হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ন্যায্য অধিকার চেয়ে আন্দোলন করায় গতকাল সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও ধরনের দুঃখপ্রকাশ করা হয়নি। আমাদের সন্তানরা গত দুই দিন ধরে খেয়ে না খেয়ে রাস্তায় অবস্থান করলেও সরকারের টনক নড়েনি। তাই তিন দফায় বিষয়ে কোনও ধরনের টালবাহানা আমরা মেনে নেবো না।
১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জবির ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
নতুন যুক্ত হওয়া দাবিটি হলো—
৪. শিক্ষক ও শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার যথাযথ বিচার ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Discussion about this post