শিক্ষার আলো ডেস্ক
তিন দফা দাবি আদায়ে গণঅনশনে বসার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা। আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর গণঅনশনে বসবেন তারা।
বৃহস্পতিবার রাত ১১ টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ‘জবি ঐক্য’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন এ ঘোষণা দেন।
অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমরা সরকারের নিকট আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মেরেছে। কিন্তু আমাদের অধিকারের বিষয়ে কোনো কর্ণপাত করেনি। এমনকি ৩৫ ঘণ্টা পার হলেও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। এখনো সরকার থেকে কোনো বার্তা আসেনি।
ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে; আগামীকাল (১৬ মে) সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হবে; একই দিনে জুমার নামাজের পর গণঅনশন পালিত হবে; ১৪ মে দিনটিকে ‘জবি কালো দিবস’ হিসেবে পালন করা হবে এবং প্রতিবছর এই দিনটি স্মরণে রাখা হবে।
Discussion about this post