শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৩য় মেধাতালিকায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১৭ মে থেকে ২০ মে তারিখের মধ্যে প্রয়োজন কাগজপত্র জমা ও ভর্তি ফি জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভর্তি ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ওয়েবসাইটের নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি জমা দিতে হবে। এ ছাড়াও, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য ১৭ মে থেকে ২১ মে এর মধ্য বিশ্ববিদ্যালয় খোলা থাকা দিনগুলোতে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিজ্ঞান অনুষদ ও লাইফ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২৪৩০ টাকা জমা দিতে হবে। বিজনেস অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০৪৩০ টাকা জমা দিতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইনস্টিটিউটসমূহের জন্য (ফিল্ম এন্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০৪৩০ টাকা জমা দিতে হবে। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এবং সংগীত ও নাট্যকলা বিভাগের জন্য ১২৪৩০ টাকা জমা দিতে হবে। চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য ১২৪৩০ টাকা জমা দিতে হবে।
Discussion about this post