শিক্ষার আলো ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, ফাজিল ও কামিলের শিক্ষা কারিকুলামে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।
রবিবার (১৮ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রেস কর্নারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মাদরাসা শিক্ষার সংস্কার করতে হবে জানিয়ে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “আমরা আরবি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করছি। এবার তাই মাদরাসার কারিকুলামে হাত দিচ্ছি। কারিকুলাম এমনভাবে তৈরি করতে হবে যেন একজন শিক্ষার্থী ভালো আলেম হওয়ার পাশাপাশি আধুনিক শিক্ষায়ও শিক্ষিত হতে পারে।”
Discussion about this post