শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৬ মে থেকে। তিন দিনব্যাপী এ কার্যক্রম চলবে আগামী ২৮ মে পর্যন্ত।
আজ মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
ভর্তির প্রক্রিয়া ও সময়সূচি দেখুন-
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের ২৬, ২৭ ও ২৮ মে যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্ধারিত রিপোর্টিং স্থানে সশরীরে উপস্থিত থাকতে হবে। এসব স্থান হলো—প্রশাসন ভবনের সংলগ্ন আমতলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট অফিস এবং টিএসসি কনফারেন্স হল।
ভর্তির আগে যেসব কাজ সম্পাদন করতে হবে-
সশরীরে রিপোর্ট করার আগে শিক্ষার্থীদের ১৯ মে থেকে ভর্তি কার্যক্রমের আগপর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েব লিংকে গিয়ে পিন ও রোল নম্বর ব্যবহার করে লগইন করতে হবে। এরপর অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
এই প্রক্রিয়া সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে—এডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম এবং পে-স্লিপ। এগুলো প্রিন্ট করে ভর্তির দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষরসহ জমা দিতে হবে।
ভর্তি ফি ও ফেরত সংক্রান্ত তথ্য জেনে নিন-
এ বছর ভর্তি ও আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ৬,২১৪ টাকা। যেসব শিক্ষার্থী ইতোমধ্যে অনলাইনে ১০,০০০ টাকা জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না। অনলাইনে দেওয়া ওই অর্থ থেকে ভর্তি ফি কেটে নিয়ে অবশিষ্ট অর্থ শিক্ষার্থীদের পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।
Discussion about this post