শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের (প্রযুক্তি ইউনিট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে (https://collegeadmission.eis.du.ac.bd/)ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এ ছাড়া আবেদনকারী টেলিটক, রবি, বাংলালিংক, অথবা এয়ারটেল মোবাইল ফোন থেকে DU TEC টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
আরো পড়ুন-এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১ জুন
এতে আরও উল্লেখ করা হয়, কোনো প্রার্থী ফল পুনঃনিরীক্ষায় আগ্রহী হলে, তাকে আগামী ২৫ মে থেকে ২৯ মের মধ্যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিসে এক হাজার টাকা জমা দিয়ে পুনঃনিরীক্ষার আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এরপর ফরম পূরণ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপিসহ জমা দিতে হবে।
Discussion about this post