শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া আজ সোমবার (২৬ মে) থেকে শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে পছন্দক্রম পূরণ করতে পারবেন। এ প্রক্রিয়া চলবে আগামী ৩১ মে পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ থেকে এসব তথ্য জানা গেছে।
‘এ’ ইউনিটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা এবং সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ ও চারুকলা অনুষদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীসহ গত ১৯ এপ্রিলে অনুষ্ঠিত MCQ পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম ফর্ম ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে।
আরও পড়ুন:
এতে আরও বলা হয়েছে, কোনো উত্তীর্ণ প্রার্থী এই ফর্ম পূরণ না করলে ‘এ’ ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না। বিষয় পছন্দ প্রদানের পর তদনুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা ‘এ’ ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরে ‘এ’ ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।
এ ছাড়াও আগামী ২ জুন থেকে বিভাগসমূহের নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১৬ জুন থেকে শুরু হবে।
অন্যদিকে ‘সি’ ইউনিটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন-এইচএসসি পরীক্ষা চলাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে বোর্ডের নির্দেশনা
এতে আরো বলা হয়েছে, উত্তীর্ণ ভর্তিচ্ছুদের ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে পছন্দক্রম ফর্ম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে ‘সি’ ইউনিটের কোনো বিভাগেই সে আর বিবেচিত হবে না। উল্লেখ্য যে, সি ইউনিটে পছন্দক্রম পূরণের সময় সকল বিষয় পছন্দক্রমে অন্তর্ভুক্ত করা আবশ্যক নয়।
পছন্দক্রম গ্রহণের পর নির্বাচন তালিকা প্রকাশ ও ভর্তির সম্ভাব্য সময়সূচি দেওয়া হয়েছে। সে অনুযায়ী, প্রথম নির্বাচন তালিকা ৪ জুন বিকালে ও দ্বিতীয় নির্বাচন তালিকা ২১ জুন বিকালে এবং প্রথম ভর্তির সম্ভাব্য তারিখ ১৬-১৮ জুন ও দ্বিতীয় ভর্তির সম্ভাব্য তারিখ ২৩-২৪ জুন বলা হয়েছে।
Discussion about this post