শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, চীনের অর্থায়নে ছাত্রীদের জন্য বিশেষায়িত একটি হল তৈরি করা সম্ভব। বিষয়টি নিয়ে দেশটির সাথে সরকারের আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গতকাল মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ বিষয়ে উপাচার্য বলেন, প্রত্যন্ত এলাকা থেকে অনেক ছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আবাসন সংকটে পড়েন। তবে আবাসনের জন্য আর্থিক সহায়তা দেয়া কোনও স্থায়ী সমাধান নয়। মেয়েদের জন্য হল নির্মাণই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান।
তিনি আরও বলেন, মেয়েদের হল নিয়ে একনেকেও একটি প্রস্তাবনা দেয়া হয়েছে। এ সময় ৫৮৩ জন ছাত্রীকে আবাসিক ভাতা অনুদান দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Discussion about this post